• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

মার্চে জামালরা খেলবে ২ আন্তর্জাতিক ম্যাচ  


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২২, ০৩:২২ পিএম
মার্চে জামালরা খেলবে ২ আন্তর্জাতিক ম্যাচ  
ফাইল ছবি

আন্তর্জাতিক ফুটবলের মার্চের উইন্ডোতে বাংলাদেশ জাতীয় ফুটবল দল আন্তর্জাতিক দুটি ম্যাচ খেলবেন। আগামী ২৪ মার্চ প্রথম ম্যাচে মালদ্বীপের মালে স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে লড়বে বাংলাদেশ। আর অন্য ম্যাচটি সিলেট স্টেডিয়ামে মঙ্গোলিয়ার বিপক্ষে খেলবেন ২৯ মার্চ জামাল ভূঁইয়ারা। 

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ও জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।  

এই দুই ম্যাচ সম্পর্কে গণমাধ্যমে তিনি বলেন, ‘আমাদের সঙ্গে বেশ কয়েকটি (লাওস, কম্বোডিয়া, মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল, ইন্দোনেশিয়া, মঙ্গোলিয়া) দেশের আলোচনা হয়েছিল। পরবর্তীতে আমরা সব কিছু বিচার বিবেচনা করে মালদ্বীপে একটি অ্যাওয়ে ও সিলেটে একটি হোম ম্যাচ খেলার সিদ্ধান্ত নেই। ২৪ মার্চ মালদ্বীপ ম্যাচ খেলে ফুটবলাররা পরের দিন সরাসরি সিলেটে যাবে। ২৯ মার্চ মঙ্গোলিয়ার বিপক্ষে খেলবে।’

অনেক ফুটবলারের করোনা ভ্যাক্সিন না নেয়ায় জানুয়ারির ফিফা উইন্ডোতে বাংলাদেশ ফুটবল দল ইন্দোনেশিয়ায় দুই ম্যাচ সিরিজ খেলার কথা ছিল। অনেক ফুটবলারের করোনা ভ্যাক্সিন না থাকায় সেই সফর বাতিল হয়। এই এক মাসের মধ্যে ফুটবলারদের অনেকেরই ভ্যাক্সিন জটিলতা কেটেছে। ফলে মালদ্বীপ সফরে তেমন সমস্যা হবে না।

২৪ মার্চ মালদ্বীপে বাংলাদেশের অ্যাওয়ে ম্যাচ। এই ম্যাচের আগে সপ্তাহ খানেক সময় দলকে অনুশীলন করাবেন নতুন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। তিনি ইতোমধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচগুলো পর্যবেক্ষণ করছেন। সেখান থেকে ফুটবলার বাছাই করবেন জাতীয় দলের জন্য।

খেলা বিভাগের আরো খবর

Link copied!